বেগম ফিরোজা খান (begum firoja khan)

প্রথম পাতা » জীবনী » বেগম ফিরোজা খান (begum firoja khan)


বেগম ফিরোজা খান (begum firoja khan)

ফিরোজা খান
পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার শিবপুর মহল্লায় ১৯৫৫ সালের ফেব্রুয়ারি মাসে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম ছগীর উদ্দিন, মাতা: মরহুমা ছফুরা খাতুন।
শিক্ষা জীবন শেষ করেন সরকারি মহিলা কলেজ থেকে । এরপর ১৯৬৯ সনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । ১৯৮৫ সালে সরকারি চাকরি জীবনে প্রবেশ করেন এবং হজ্জ্বব্রত পালন করেন ।
লেখালেখি জীবন শুরু হয় স্কুল জীবন থেকেই। পাকিস্তান পয়গাম-এ তাঁর লেখা ছাপা হতো। এছাড়াও দেশের বিভিন্ন দৈনিকগুলোতে নিয়মিত লিখে চলছেন। সাথে স্থানীয় কিছু পত্রিকাতে তাঁর লেখা প্রকাশ পাচ্ছে। তাঁর লেখায় আমরা খুঁজে পাই সমাজ জীবনের বাস্তব কিছু চিত্র যা কবির লেখাকে সমৃদ্ধ ও প্রতিবাদী করে তোলে।
লেখার স্কীকৃতি স্বরূপ তিনি মহাবঙ্গ সাহিত্য পরিষদ পশ্চিমবঙ্গ থেকে স্বর্ণপদক ও বাংলাদেশের বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে গুণীজন হিসাবে সংবর্ধনা ও সম্মাননা অর্জন করেন। ‘অগ্নিবাণ’ কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত   ‘অগ্নিবাণ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ