ফেরদৌস হাসান (ferdous hasan)

প্রথম পাতা » জীবনী » ফেরদৌস হাসান (ferdous hasan)


ফেরদৌস হাসান (ferdous hasan)

ফেরদৌস হাসান  বাংলাভাষী পাঠক-দর্শকদের কাছে ফেরদৌস হাসান একটি প্রিয় এবং চেনা নাম। তিন যুগেরও বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র, উপন্যাস গীতিকবিতা লিখে চলেছেন অক্লান্তভাবে।
পরিচালনা করেছেন ৪ হাজারের বেশি নাটক, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সববয়সী দর্শকদের মাঝে তার সুদৃঢ় একটি অবস্থান তৈরি করে দিয়েছে। প্রিয়জনদের কাছে তিনি রানা ভাই নামে পরিচিত, তার লেখার মতোই বিভিন্ন রকম বাঁক তার জীবনের প্রতিটি অধ্যায়ে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের তুখোড় ছাত্র, সেনাবাহিনীর জনপ্রিয় কর্মকর্তা আখতার ফেরদৌস, আর সেখান থেকেই আজকের ফেরদৌস হাসান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ভূমিকা রেখেছেন লাল-সবুজের বাংলাদেশকে স্বাধীন করতে।
ব্যক্তিজীবনে দুই পুত্র এক কন্যা আর স্ত্রী জিনিয়া।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘চাদের গায়ে চাঁদ” ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ