রাসেল শাহরিয়ার (Rassel Shahriar)
প্রথম পাতা » জীবনী » রাসেল শাহরিয়ার (Rassel Shahriar)
জন্ম : ১৯৮২, স্বরূপকাঠি, পিরোজপুর, পিতা : দেলোয়ার হোসেন, মাতা : সাকিয়া খাতুন। শৈশব-কৈশোর কেটেছে সন্ধ্যা নদী-তীরবর্তী সমতলভূমিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, স্নাতকোত্তর।
তথ্যসূত্রঃ ২০১০ সালে প্রকাশিত ‘ দিনলিপির পৃষ্ঠাগুলি’ গ্রন্থ থেকে সংকলিত।