মোঃ মন্‌জুরুল ইসলাম(Md.Monzurul Islam)

প্রথম পাতা » জীবনী » মোঃ মন্‌জুরুল ইসলাম(Md.Monzurul Islam)


 মোঃ মন্‌জুরুল ইসলাম

কবি মোঃ মন্‌জুরুল ইসলাম-ডাক নাম আল-আমিন । গ্রাম: খামার নয়া বাড়ী পোষ্ট: অন্নদানগর, থানা: পীরগাছা, রংপুর। পিতা: মৃত: ছগির আহমেদ, মাতা: রেজিয়া বেগম। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। পারিবারিক অবস্থার অবণতির কারণে রংপুর সরকারি শিশু পরিবারে ভর্তি হন। সেখানে ধর্মদাস বারো আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং আলহাজ্ব আশরাফ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে থাকার সময় নিজের গাঁয়ে ফিরে অন্নদানগর বহুমূখী উচ্চ বিদ্যালয় হতে ২০১০ সালে S.S.C সমমান এবং জীবিকা নির্বাহে ঢাকায় এসে ২০১৩ সনে কবি নজরুল সরকারি কলেজ হতে H.S.C-তে উত্তীর্ণ হন। সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে স্নাতক, স্নানকত্তোর শেষ করেন।

তথ্যসূত্রঃ ২০১৮ সালে প্রকাশিত ‘লও ছিনিয়ে অধিকার’  গ্রন্থ থেকে  সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ