প্রিয়শংকর বন্দ্যোপাধ্যায়(priya shankar bandyopadhyaya)

প্রথম পাতা » জীবনী » প্রিয়শংকর বন্দ্যোপাধ্যায়(priya shankar bandyopadhyaya)


 প্রিয়শংকর বন্দ্যোপাধ্যায়
জন্ম : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামে। বাবা প্রয়াত পার্ব্বতীশংকর বন্দ্যোপাধ্যায় পেশায় শিক্ষক ছিলেন। মা সীমা রাণী ব্যানার্জী রাজনীতিবিদ । শিক্ষা : ইংরেজি সাহিত্যে এমএ । পেশা : অধ্যাপনা ।
কর্মস্থল : কে এল জুবিলী স্কুল ও কলেজ (কলেজ শাখা) । প্রকাশিত গ্রন্থ-উপন্যাস : বেঁচে আছি, প্ৰেমসন্ধি, আমি তোমারই জন্য, ভালোবাসায় যত সুখ, ভালোবাসার মধুলগন ।
কাব্য : ‘আমি বাঙালি’, ‘বাংলা আমার, আমি বাংলার’, ‘বিপ্রতীপ’, ‘প্রেমের কবিতা’, ‘বিস্ফোরণ’।তাঁর কাব্য জীবনের কথা বলে, যৌবনের কথা বলে । দেশপ্রেম আর মানবপ্রেম তাঁর কবিতার মূল উপজীব্য। প্রেমকে তিনি উপস্থাপন করেছেন বহুমাত্রিক ধারায়। তাঁর প্রত্যেকটি কবিতা আনন্দপ্রদ ও কাব্যিক উৎকর্ষে প্রশংসনীয় । সমাজের অসঙ্গতিগুলো তিনি তুলে এনেছেন নিখুঁতভাবে। উপমা, শব্দ চয়ন, বিষয় নির্বাচনে তিনি রেখেছেন মুন্সিয়ানার স্বাক্ষর।
স্ত্রী গায়ত্রী ভট্টাচার্য্য ঢাকার ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সামজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান। প্রণিতা উষ্ণ বন্দ্যোপাধ্যায় ও প্রশংসা প্রিয়তা বন্দ্যোপাধ্যায় নামে তিনি দুকন্যা সন্তানের গর্বিত জনক ।

তথ্যসূত্রঃ২০২০ সালে প্রকাশিত’ বিস্ফোরণ’  গ্রন্থ থেকে  সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ