মৌসুমী সেন (mousumi sen)

প্রথম পাতা » জীবনী » মৌসুমী সেন (mousumi sen)


মৌসুমী সেন (mousumi sen)

মৌসুমী সেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার সূতাবাড়ীয়া গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা স্বর্গীয় শুরেশ চন্দ্র সমদ্দার ছিলেন স্কুল শিক্ষক, মা শিশির কনা সমদ্দার ছিলেন গৃহিনী। পাঁচ বছর বয়স থেকেই ওস্তাদ যতীন দেবনাথের হাতে তার সংগীতে হাতেখড়ি। স্কুলে পড়াশুনার সময় থেকেই বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনা দিয়ে তার পথচলা শুরু। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে সংগীতচর্চা না এগোলেও সুর ও শব্দের মদিরতা তাকে সংগীত থেকে দূরে রাখলেও শব্দের অনুরাগ তাকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গীতিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে তিনি দু’ সন্তানের জননী। বাল্যবিবাহ সুত্রে ঝালকাঠী জেলার বাশবুনিয়া গ্রামে স্বামীর বাড়িতেই এই কিশোরী মেয়েটির বেড়ে ওঠা। লেখালেখিতে স্বামী কৌশিক সেন তাকে অনুপ্রাণিত করে যাচ্ছেন ছায়াসঙ্গীর মতো। গান লেখার পাশাপাশি কবিতা, গল্প ও উপন্যাস রচনায় সমান পারদর্শীতার প্রমাণ দিয়েছেন মৌসুমী সেন। তার লেখা গল্প কবিতা বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত ছাপা হয় । প্রকাশিত কাব্যগ্রন্থঃ
শব্দ স্বীকৃতি (ফেব্রুয়ারি ২০১১)
নীল দীপে প্রজাপতি (ফেব্রুয়ারি ২০১৩) শুভ্র দহন (ফেব্রুয়ারি ২০১৪)
চেতনার অভিধান (ফেব্রুয়ারি ২০১৫) শব্দৰীজে কবিতা (ফেব্রুয়ারি ২০১৬) সম্পূর্ণা (ফেব্রুয়ারি ২০১৭) প্রকাশিত উপন্যাস:
বিবর্ণ বসন্ত (ফেব্রুয়ারি ২০১৪) সিঁদুররঙা মেয়ে (ফেব্রুয়ারি ২০১৬)
তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত   ’বর্ণব্যঞ্জন’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ