সাবিনা রহমান (sabina rahman)

প্রথম পাতা » জীবনী » সাবিনা রহমান (sabina rahman)


সাবিনা রহমান (sabina rahman)

 

সাবিনা রহমান     তিনি স্কুল জীবন থেকেই ছোট-খাটো লেখালেখি করতেন। কর্ম জীবনে পদার্পন করার পর ২০০৭ সালে তাঁর লেখা ‘তবুও জীবন’ নামক উপন্যাস একুশের বইমেলায় প্রকাশিত হয়। এতে তাঁর সহকর্মীবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং পাঠকদের কাছ থেকে ব্যাপক উৎসাহ পেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে অনুপ্রাণিত হয়ে ২০০৮ সালে একুশের বইমেলায় আরেকটি উপন্যাস ‘ক্লান্তির অবসান’ প্রকাশ করেন । নানা ধরনের ব্যস্ততার কারণে বেশ কয়েক বছর পর ২০১৯ সালে একুশে বইমেলায় একটি কিশোর উপন্যাস ‘ওরা ছিল তিন বন্ধু’ প্রকাশিত হয়। বইটি বিশেষ করে কিশোর-  কিশোরীদের কাছে ছিল খুবই গ্রহণযোগ্য। পাশাপাশি সব ধরনের সম্মানিত পাঠকদের কাছেও ছিল সমানভাবে সমাদৃত। নানা ব্যস্ততাকে অতিক্রম করে ২০২০ সালের বইমেলায় এসেছে আরও একটি উপন্যাস ‘স্তব্ধ দৃষ্টি’। আমরা আবারও গভীরভাবে বিশ্বাস করি বইটি সম্মানিত পাঠকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে।
বর্তমানে সাবিনা রহমান ঢাকা জনতাবাগ হাইস্কুলের সিনিয়র শিক্ষিকা। তাঁর স্বামী অধ্যাপক মোখলেছুর রহমান লেখালেখির জন্য তাঁকে প্রেরণা দিয়ে থাকেন। বর্তমানে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে সুখী দাম্পত্য জীবন-যাপন করছেন।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘স্তব্ধ  দৃষ্টি’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ