সালমান হাবীব ( salman habib)
প্রথম পাতা » জীবনী » সালমান হাবীব ( salman habib)সালমান হাবীব একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া অবধি যিনি জীবনকে যাপন করার স্বপ্ন দেখেন। ইতোপূর্বে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অতটা দূরে নয় আকাশ’ এবং ‘ভালোবাসি একটি কবিতার নাম’।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ’বিরামচিহ্ন’ গ্রন্থ থেকে সংকলিত।