ড.সৈয়দ জাভেদ মো: সালেহ্উদ্দিন (dr. syed zaved md. salehuddin)
প্রথম পাতা » জীবনী » ড.সৈয়দ জাভেদ মো: সালেহ্উদ্দিন (dr. syed zaved md. salehuddin)ড.সৈয়দ জাভেদ মো: সালেহ্উদ্দিন জন্ম ৪ ফেব্রুয়ারী ১৯৭২।গ্রামের বাড়ী ফরিদপুর জেলার মধুখালী থানার বনমালিদিয়া গ্রামে। বাবা প্রখ্যাত রাজনীতিক,ভাষাসৈনিক,মুক্তিযোদ্ধা মরহুম ব্যারিষ্টার সৈয়দ কামরুল ইসলাম মো: সালেহ্উদ্দিন ছিলেন তৎকালীন পাকিস্থান জাতীয় পরিষদের সদস্য(১৯৭০),গণপরিষদ সদস্য (১৯৭২),প্রথম জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য (১৯৭৩)। মা দিল আফরোজ বেগম গৃহিনী।দাদা সৈয়দ মো: আব্দুল হালিম ছিলেন অবিভক্ত বঙ্গীয় ছাত্র ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট ও বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য।ড.জাভেদ সালেহউদ্দিন১৯৮৭ সালে এস.এস.সি., ১৯৮৯ সালে এইচ.এস.সি.,১৯৯১ সালে বি.এ.এবং ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এম.এস.এস. এবং সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএল.বি. সম্পন্ন করেন।২০০০সালে“বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভূমিকা:ইউনিয়ন পরিষদের বিশেষ প্রেক্ষিত”শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল. ডিগ্রী লাভ করেন।জাভেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল বৃত্তিধারী গবেষক ছিলেন। ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্বনামখ্যাত ড.এ.এইচ.এম.আমিনুর রহমানের তত্ত্বাবধানে‘আমলাতন্ত্র ও প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ”শীর্ষক গবেষণার জন্য পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৮ থেকে আইন পেশায় নিযুক্ত। এখন বাংলাদেশ সুপ্রীম কোর্টে প্র্যাকটিসরত। প্রচন্ড পরিশ্রমী। কাজ করেন নিরবে,নিভৃতে।নিজের সৃষ্টিশীল কাজের কৃতিত্ব বিলিয়ে দেন অন্যকে। সৃষ্টিশীল কাজে রয়েছে প্রচন্ড আগ্রহ। বিভিন্ন সামাজিক-পেশাজীবী বুদ্ধিবৃত্তিক সংস্থার সাথে জড়িত।আইন,অর্থনীতি,ব্যাংকিং,সমকালীন শাসন ব্যবস্থা,রাজনীতি ইত্যাদি নিয়ে ইতোমধ্যে তার ৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।ড. জাভেদ সালেহ্ উদ্দিন বিবাহিত,দুই সন্তানের জনক।তাঁর স্ত্রী অনিমালা সালেহ্উদ্দিন জেসমিন একজন গৃহিনী।
তথ্যসূত্র: ২০০৯ সালে প্রকাশিত ‘ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা’ গ্রন্থ থেকে সংকলিত।