আশিষ কৃষ্ণমুখ (ashish krishnomukh)
প্রথম পাতা » জীবনী » আশিষ কৃষ্ণমুখ (ashish krishnomukh) ‘আশিষ কৃষ্ণমুখ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কলাকোপা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
বাবা প্রান্তোষ কুমার ঘোষ, মা রত্না রাণী ঘোষ।
কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ব্যবস্থাপনায়
স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বর্তমানে তিনি কুমিল্লা জেলায়
সরকারী চাকুরীর সুবাদে অবস্থান করছেন।
শৈশব থেকে সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ নিয়ে বড় হয়েছেন। পেশাগত জীবনেও তিনি তাঁর লেখানি চালিয়ে যাচ্ছেন অবিরত। এছাড়াও তিনি সামাজিক অনুষ্ঠানগুলোতে মঞ্চে গান করেন, আবৃত্তি করেন।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘অকালের বৃষ্টি’ গ্রন্থ থেকে সংকলিত।