মো. আরমান হোসেন (md. arman hossen)
প্রথম পাতা » জীবনী » মো. আরমান হোসেন (md. arman hossen)মো. আরমান হোসেন একজন আধ্যাতিক বাণী শিল্পী । তিনি ১৯৯৫ খ্রিষ্টাব্দে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাতিষ্ঠানিকভাবে লালবাগ রহমতুল্লাহ মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতি টানেন। তাহার বাণীর মধ্য দিয়েই প্রকৃত দর্শন প্রকাশ অধ্যাত্বভাব ও মরমি রসব্যঞ্জনা বিশেষ বৈশিষ্ট্যের আলোক নির্দেশন।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘রহস্যের বেড়াজালে বন্দি পৃথিবী’ গ্রন্থ থেকে সংকলিত।