ফজলুল পলাশ (fazlul palash)

প্রথম পাতা » জীবনী » ফজলুল পলাশ (fazlul palash)


ফজলুল পলাশ (fazlul palash)

ফজলুল পলাশ  এই সময়ের তরুণ শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক । লেখালেখি করছেন অতিপ্রাকৃত ও ভৌতিক বিষয় নিয়ে । প্রতিভাবান এই লেখকের জন্ম ১৭ ফেব্রুয়ারি ১৯৮০ সালে গাইবান্ধা জেলার হাট লক্ষ্মীপুরে । বাবা আলহাজ হাবিবুল হক, মা ফিরোজা আখতার। লক্ষ্মীপুর হাইস্কুল থেকে এসএসসি, কারমাইকেল কলেজ, রংপুর থেকে এইচএসসি, উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে, সমাজকর্ম বিভাগে ভর্তি হন । অনার্সে সম্মিলিত মেধা তালিকায় স্থানসহ, মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন । বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলা শহরে তাঁর বেড়ে ওঠা। কবিতা, ছোটগল্প, রম্যলেখা, জল ও তেল রং উভয় মাধ্যমে ছবি আঁকা তাঁর শখ ।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘রাজনৈতিক সমাজবিজ্ঞান’ (২০১১) এবং ‘গণযোগাযোগ ও গণমাধ্যম’ (২০১৪) নামে দুটি বই ও সমসাময়িক বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের জার্নালে একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে । তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১১টি ।
বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘রুপালি জোছনা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ