জাকিয়া রুমা (zakia ruma)

প্রথম পাতা » জীবনী » জাকিয়া রুমা (zakia ruma)


জাকিয়া রুমা (zakia ruma)

জাকিয়া রুমা
প্রাকৃতিক নৈসর্গের অপার লীলাভূমি, আবহমান গ্রাম বাংলার চিরায়ত রূপ। পাখি ডাকা, ছায়া ঘেরা অবারিত সবুজে আবৃত। লহরির কুলকুল ধ্বনি তুলে আপন মহিমায় ছুটে চলা স্রোতস্বিনী মধুমতীর তীরে গড়ে ওঠা মনোরম শহর, গোপালগঞ্জ সদরের এক মুসলিম সাধারণ পরিবারে জাকিয়া সুলতানা (রুমা) ১৯৭৯ সালের ১৫ ই অক্টোবর জন্মগ্রহণ করেন । পিতা : মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন মিয়া। (অবঃ সরকারি কর্মকর্তা)। মাতা : শাহীনূর বেগম (গৃহিণী) । শিক্ষা ঃ বি.এ অনার্স (সমাজ বিজ্ঞান ) পেশা ঃ লেখালেখি ও আবৃত্তি শেখানো । শখ ঃ বই পড়া, বন্ধুদের সাথে আড্ডা দেয়া ও শ্রুতিমধুর গান শোনা। আঁধারের মধ্য হতে বিন্দু বিন্দু রশ্মির অপার মহিমা খুঁজে নতুন কিছু সৃষ্টি করা । বই প্রকাশ : প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ “কাব্যকথা”, “কষ্টজল” ও “শরতের অভিলাষ” |

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘শাশ্বত অভিলাষ’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ