মুসাফির মজনু (musafir mojnu)
প্রথম পাতা » জীবনী » মুসাফির মজনু (musafir mojnu)মুসাফির মজনু একজন বাঙালি কবি ও সাহিত্যিক এবং চিত্রশিল্পী । তিনি ৮ম শ্রেণি থেকে স্কুলের দেয়ালিকায় প্রথম লেখালেখি শুরু করেন। তিনি বাংলা, ইংরেজী ও উর্দু/হিন্দি কবিতা, ছড়া, গল্প, উপন্যাস এবং গান-গজল রচনা করেন। ইতিমধ্যে তার লেখা কবিতা, গল্প ও গান বিভিন্ন অনলাইন পত্রিকায় এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে বিভিন্ন সাহিত্য সংগঠন সম্মাননা পদক প্রদান করেন। তার প্রথম কাব্যগ্রন্থ “মাঝ রাতের ঝড়” ১৯৯৮ইং সালে প্রকাশিত হয়। এছাড়া ২০১৯ সালের বই মেলায় একক কাব্যগ্রন্থ”হৃদয়ের প্রতিচ্ছবি” এবং ২০১৯ সালের জুন মাসে “বিষাদের ছায়ামানবী” প্রকাশ পায়। আরোও যৌথ কাব্যগ্রন্থ “কবিতার অন্তর্বয়ান”, “আলোর দিশারি”, “প্রভাতের রবি”, “কাব্যকুঞ্জ”, “স্বর্ণলতা”, “অন্যভুবন কাব্য আরতি”, “কবি ও কবিতার ভুবন”, “আলোর পথে স্বপ্ননীল” এবং “শতকবির কাব্যকথা” প্রকাশিত হয়। উক্ত কাব্যগ্রন্থ কবির চতুর্থ একক প্রকাশিত বই ।
তিনি লক্ষ্মীপুর জেলার একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কবির বারো বছর বয়সে তাঁর পিতা অকাল মৃত্যুবরণ করায় অনেক কষ্টে মা তাঁর লেখাপড়া চালিয়ে যান।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘প্রেম বিরহে দ্রোহ’ গ্রন্থ থেকে সংকলিত।