স্মৃতি কণা ঘোষ (smriti kana ghosh)
প্রথম পাতা » জীবনী » স্মৃতি কণা ঘোষ (smriti kana ghosh)স্মৃতি কণা ঘোষ জন্ম মামার বাড়িতে ১৯৭৩ সালে । যশোরের গুয়াখোলা গ্রামে। মা-বাবার তৃতীয় সন্তান। বাবার বাড়ি আগদিয়ার চর, যার বহু মধুর স্মৃতি বহন করছে কবির অনেক কবিতা। যশোরের এম. এম. কলেজ থেকে বাংলাভাষা সাহিত্যে অনার্সসহ বি.এ ও পরে মাস্টার্স। বর্তমানে নড়াইলের ও বল্লারটোপ আইডিয়াল কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের প্রভাষক । স্বামী ও একটি মাত্র পুত্রসন্তান নিসর্গকে নিয়ে কবির সুখী সংসার।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ’সংসক্তি’ গ্রন্থ থেকে সংকলিত।