হাসান মনজু (hasan manju)

প্রথম পাতা » জীবনী » হাসান মনজু (hasan manju)


হাসান মনজু (hasan manju)

হাসান মনজু
জন্ম এবং শৈশব: কাপ্তাই বাঁধে ডুবে যাওয়া পুরাতন রাঙামাটি। লেখাপড়া: শাহ উচ্চ বিদ্যালয় এবং রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ।
সম্মাননা: বাংলাদেশ কবি সংসদ, বঙ্গীয় সাহিত্য দর্পণ (পশ্চিমবঙ্গ, ভারত) এবং রাঙামাটি নববর্ষ উদযাপন পর্ষদ কর্তৃক সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি । সাহিত্যচর্চা তাঁর অংকুরেই। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ।
সভাপতি, রাঙামাটি সাহিত্য পরিষদ। বিভাগীয় সম্পাদক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম। সভাপতি, আসাফো, রাঙামাটি জেলা শাখা ।
কাব্যগ্রন্থ: ইনবক্স অণুকাব্য (২০১৬), ফাগুনের দিন (২০১৭), দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি (২০১৮), দু’পশলা রোদের মুকুট (২০১৯)।
১৯৯১ সালে দৈনিক রাঙামাটি পত্রিকায় প্রকাশিত প্রথম ধারাবাহিক উপন্যাস ‘ফাগুনের দিন’ পাঠক সমাদৃত প্রচুর কবিতা, ছোটগল্প, কলাম প্রকাশিত হয়েছে স্থানীয় এবং জাতীয় দৈনিকে। প্রচার বিমুখ, বুদ্ধিদীপ্ত, আন্তরিক, সদাহাস্যময়, সব বয়সের মানুষের সাথে মিলেমিশে সমবয়সী হয়ে যাওয়া একান্তই তাঁর ব্যক্তিস্বভাবের অন্তর্গত। শিল্প, সহিত্য এবং সংগীতের প্রতি তীব্র অনুরাগ শৈশব থেকেই। মুক্তিযুদ্ধের চেতনা, মানবিকতার পক্ষে, বুদ্ধিবৃত্তিক চর্চায় তার শাণিত লেখনি সব ধরনের কুপমণ্ডুকতা আর মৌলবাদের বিপক্ষে । সৃজনশীলতা আর নিরলস সংস্কৃতি ও সাহিত্যচর্চার মধ্যদিয়ে ছুঁতে চান জীবনের নানা অনুষঙ্গ। তাই তাঁর মননশীল রচনায় বারবার উঠে আসে দেশ, কাল, সমাজের নানা অসঙ্গতি, বঞ্চিত মানুষ ও তার জীবন সংগ্রাম। সমাজের অস্থিরতা, শ্রেণীবৈষম্য, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতে নিষ্পেষিত, নির্যাতিত মানুষের কথা ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত   ’দু’ চোখে যতো দাহ’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ