কানিজ ফাতেমা খুশী ( kaniz fatema khushi)
প্রথম পাতা » জীবনী » কানিজ ফাতেমা খুশী ( kaniz fatema khushi)কানিজ ফাতেমা খুশী শৈশব-কৈশোর থেকে তিনি সাহিত্যানুরাগী হিসেবে নিজেকে লালন করেছেন । শিক্ষা জীবনে
তা আরও ব্যাপ্তি লাভ করেছে। সংসার জীবনে খানিকটা বিঘ্ন ঘটলেও পাঠ এবং রচনা অব্যাহত রেখেছেন। ২০১৪-২০১৯ অমর একুশে গ্রন্থমেলায় তাঁর একক কাব্য ও গল্পগ্রন্থ ধারাবাহিতভাবে প্রকাশিত হয়ে আসছে।
কবি এবছর তাঁর ‘৬০২ ম্যাডোর এভেন্যু’ কাব্যগ্রন্থটির নামকরণ করেছেন ব্রিটিশ কলোম্বিয়ার কোকুইটলাম সিটির ম্যাডোর এভেন্যুর নামকরণে।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘’৬০২ ম্যাডোর এভেন্যু’ গ্রন্থ থেকে সংকলিত।