মুরাদ হোসেন সরকার (Murad Hossain Sarkar)

প্রথম পাতা » জীবনী » মুরাদ হোসেন সরকার (Murad Hossain Sarkar)


মুরাদ হোসেন সরকার (Murad Hossain Sarkar)

 

মুরাদ হোসেন সরকার
বাবা : মরহুম- আব্দুর রহমান সরকার মা: মরহুম- লতিফুন নেছা
গ্রাম + ডাক : হাশিমপুর উপজেলা : চিরিরবন্দর জেলা : দিনাজপুর
জন্ম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫০ সালের ১২ জুলাই।
১৯৭২ সালে (অনিয়মিত) এসএসসি পাস করি । ১৯৭৩ সালে ইছামতি কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হই। ১৯৮১ সালে এইচএসসি ও ১৯৮৬ সালে বিএ প্লাড। ১৯৭৫ সালে কাষ্টম এক্সাইজ ও ভ্যাট ঢাকায় অফিস সহকারী পদে কাজে যোগদান করি। পরবর্তীতে অফিস সুপারিনটেনডেন্ট পদে কর্মরত থেকে ২০০৭ সালে অবসর গ্রহণ করি।

তথ্যসূত্র: ২০১৬ সালে প্রকাশিত   ’জাতির পিতা তোমাকে’ ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ