মোঃ শাহাবুদ্দীন (Md Shahabuddin)
প্রথম পাতা » জীবনী » মোঃ শাহাবুদ্দীন (Md Shahabuddin)মোঃ শাহাবুদ্দীন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজাকাটা গ্রামে জন্মগ্রহণ করেন ১২ জানুয়ারি ১৯৫৩ সালে। কবি শাহাবুদ্দীন একজন আপাদমস্তক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক। রাজনীতিপূর্ণ বর্ণাঢ্য জীবন তাঁর । ১৯৬৯ সালের গণ-আন্দোলনের সময় এসএসসি পরীক্ষার্থী মোঃ শাহাবুদ্দীন আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে তাকে কিশোরগঞ্জ আদালতে পরীক্ষা চলাকালীন বারবার আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন বাজি রেখে যুদ্ধ করেন পাকবাহিনীর বিরুদ্ধে। তিনি স্কুল জীবন থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। মোঃ শাহাবুদ্দীন ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ (সম্মান) সহ এমএ ডিগ্রি লাভ করেন।
তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদক মন্ডলির সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড সমন্বয় পরিষদের মহাসচিব হিসেবে চাকুরিজীবি মুক্তিযোদ্ধাদের তিন বছর বয়স বৃদ্ধিসহ অনেক গুরুত্বপূর্ণ দাবি আদায় করেছেন । বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিটিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনায় অংশগ্রহণ করেছেন। ১৯৭২-১৯৭৩ সালে ‘পূর্ণিমা’ নামে একটি সিনে-ম্যাগাজিনে একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। স্কুলজীবন থেকেই তিনি বিভিন্ন ম্যাগাজিনে ও পত্র-পত্রিকায় লিখেছেন। ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশ বেতার থেকে প্রচারিত ‘নবীন কণ্ঠ’ অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন।
২০০৮ সালে নভেম্বরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত মানবাধিকারের ওপর বিশ্ব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশ্বের ২০৪টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও তিনি এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে সেমিনার ও সম্মেলনে যোগদান করেন।
১৯৭৭ সালে তিনি অডিটর পদে বাণিজ্যিক অডিট অধিপ্তরে যোগদান করেন। সেই সময় তিনি তার বিভাগের অডিটরদের উচ্চতর স্কেলসহ বিভাগীয় কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে সাফল্য লাভ করে স্মরণীয়-বরণীয় হয়ে আছেন । তিনি বাংলাদেশ সরকারি কর্মচারি সংহতি পরিষদ ও সরকারি কর্মচারি দাবি বাস্তবায়ন পরিষদের নির্বাচিত মহাসচিব হিসেবে টাইমস্কেল, উৎসব ভাতাসহ বহু ঐতিহাসিক দাবি আদায় করতে সমর্থ হন।
৯ জুলাই ২০০৯ সালে বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনায় বাংলাদেশের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের কাছ থেকে ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন মোঃ শাহাবুদ্দীন ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘অসমাপ্ত মুক্তিযুদ্ধ’ গ্রন্থ থেকে সংকলিত।