গোলাম রাব্বী (Golam Rabby)

প্রথম পাতা » জীবনী » গোলাম রাব্বী (Golam Rabby)


গোলাম রাব্বী (Golam Rabby)

গোলাম রাব্বী  সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন ধুকুরিয়া সাতলাঠি নামক প্রাকৃতিক সোন্দর্যে পরিপূর্ণ একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা আবু বক্কার ছিদ্দিক, পেশায় একজন ব্যবসায়ী এবং মাতা সিমা খাতুন একজন গৃহিণী। তিনি ২০১৭ সনে গাবের পাড়া ডিবি ফাযিল (ডিগ্রী) মাদরাসা থেকে মাধ্যমিক সমমান পরীক্ষায় জিপিএ-৫ (ট্যালেন্টপুল বৃত্তি) পেয়ে উত্তীর্ণ হন। ২০১৯ সনে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা (যাত্রাবাড়ি, ঢাকা) থেকে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন ।
লেখালেখির প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। পড়াশোনার জন্য রাজধানীতে বসবাস করলেও মন বারবার ফিরে যেতে চায়, বাড়ির সাজানো কামরার ছোট টেবিলে, যেখান থেকে লেখালেখির
হাতেখড়ি । প্রবাহমান নদীতে, যেখানে রয়েছে শৈশবের দুরন্তপনার স্মৃতি। জানালার পাশ দিয়ে তিনি বর্তমানে অধ্যয়ন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ।
‘সময় এবং একটি জীবনের গল্প’ তার প্রকাশিত প্রথম উপন্যাস ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘সময় এবং একটি জীবনের গল্প’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ