মাহমুদুর রশিদ (mahmudur rashid)

প্রথম পাতা » জীবনী » মাহমুদুর রশিদ (mahmudur rashid)


মাহমুদুর রশিদ (mahmudur rashid)

মাহমুদুর রশিদ জন্ম ২৫ জুন ১৯৭৩, রাজধানীর অদূরে ধামরাই। বাল্যজীবন কেটেছে সেখানকার বংশীনদীর তীরবর্তী পৌর শহরে। স্নাতকোত্তর হন প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ ও গবেষণায় । স্কুল জীবন থেকে লেখালেখির শুরু। দেয়ালিকা ও সাময়িকী সম্পাদনা করেছেন তখন থেকেই। ১৯৯০ সাল থেকে সংবাদপত্রের সাথে যুক্ত হন। ১৯৯৭ সাল থেকে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থায় ডকুমেন্টেশন, গবেষণা ও প্রকাশনা বিভাগে কাজ করেন। ২০০৭ সাল থেকে পরামর্শক প্ৰতিষ্ঠান ‘সহযোগী’র প্রধান হিসেবে কাজ করে আসছেন। যুক্ত আছেন বিভিন্ন স্ব-উদ্যোগী সমাজকর্মের সাথেও। সামাজিক গবেষণা গ্রন্থ ‘কুন্দেরপাড়া: নিসর্গ ও অন্তর’ প্রকাশিত হয় ২০১২ সালে। এছাড়াও রয়েছে বিভিন্ন পুস্তিকা, প্রতিবেদন, স্মরণিকা ও সাময়িকীর সম্পাদনা এবং গবেষণাকর্ম ।
বাবা মোহাম্মদ হারুনুর রশিদ পেশায় শিক্ষক ছিলেন, মা মোসাম্মৎ খায়রুন নাহার গৃহিনী। স্ত্রী নূরে নাজনীন ‘সহযোগী মিডিয়া’র কর্ণধার। কন্যা প্রতীতি এবং পুত্র প্রাণন স্কুল শিক্ষার্থী ।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘চয়িত পদাবলি’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ