ফোরকান আহমদ ( forkan ahmad)

প্রথম পাতা » জীবনী » ফোরকান আহমদ ( forkan ahmad)


ফোরকান আহমদ ( forkan ahmad)

ফোরকান আহমদ  একজন আত্মপ্রত্যয়ী, মননশীল ও রুচিশীল লেখক। মানুষের সুন্দর চরিত্র গঠন, নিজকে আদর্শবান হিসেবে গড়ে তোলা, কি কি কাজ করলে মানুষের চরিত্র উন্নত হয় এবং কিভাবে একজন সৎ ও পরিশ্রমী মানুষ উন্নতি লাভ করতে পারে, তা তিনি তার প্রতিটি লেখায় সুন্দরভারে ফুটিয়ে তোলেন । ছাত্রাবস্থায় ১৯৭৫ সালের পটুয়াখালী সরকারি কলেজ ম্যাগাজিনে প্রথম লেখা ছাপা হয় । এরপর বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় তিনি লিখছেন। মূলত কবিতার মাধ্যমেই তার সাহিত্য জগতে প্রবেশ। ১৯৮১ সালে তার প্রথম কাব্যগ্রন্থ আকাঙ্ক্ষার সাগর প্রকাশিত হয়। কবিতা, গল্প ও প্রবন্ধ লেখায় তিনি সিদ্ধহস্ত । মননশীল প্রবন্ধ রচনা ও পুস্তক সমালোচনা লিখে ইতিমধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন । আমাদের সমাজে যারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে খ্যাতির শীর্ষে অবস্থান করছেন এরকম শতাধিক লোকের জীবন ও কর্ম সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন পরিষদ কর্তৃক প্রকাশিত মাসিক প্রদ্যোত পত্রিকায় সাক্ষাৎকার লিখে তিনি সুধী সমাজের প্রশংসা কুড়িয়েছেন ।
তিনি ১৯৭৮ সালে তদানিন্তন নয়াবার্তার বার্তা বিভাগে যোগদান করেন । এরপর স্বল্প সময়ের জন্য বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন । ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ উন্নয়ন পরিষদে যোগদান করেন এবং উন্নয়ন বিতর্ক নামক একটি জার্নালের সহকারী সম্পাদক হিসেবে ত্রিশ বছর যাবত দায়িত্ব পালন করেছেন । বর্তমানে তিনি এই জার্নালের নির্বাহী সম্পাদক । বাংলাদেশ উন্নয়ন পরিষদের একটি মাসিক পত্রিকা প্রদ্যোতের (১৯৯১-২০০২) দশ বছরেরও বেশি সময় সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সাল থেকে তিনি বাংলাদেশ উন্নয়ন পরিষদের প্রকাশনা বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন । অধুনালুপ্ত মাসিক নতুন চরিত্র নামক একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এছাড়া তিনি অন্তত দশটি অনিয়মিত সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন ।
ফোরকান আহমদ একজন সৃজনশীল প্রকাশক । তিনি পালক পাবলিশার্সের স্বত্বাধিকারী। ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে পালক পাবলিশার্স প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে তিনি শ্রেষ্ঠ প্রকাশক হিসেবে পুরস্কার লাভ করেন । ২০১১ সালে আবহমান সামাজিক সংগঠন তাকে বিশিষ্ট লেখক ও প্রকাশক হিসেবে পুরস্কার প্রদান করে । এ পর্যন্ত সাড়ে পাঁচ শতাধিক সুন্দর ও রুচিশীল বই এখান থেকে প্রকাশিত হয়েছে। এখান থেকে যে সব লেখকের বই প্রকাশিত হয়েছে তাঁদের মধ্যে বেশ কয়েকজন বেগম রোকেয়া পদক, বাংলাদেশ শিশু একাডেমী পদক, বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদকসহ বহু পুরস্কার পেয়েছেন।

তথ্যসূত্র: ২০১৬  সালে প্রকাশিত   ’শান্তির পথ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ