নুরুন্নাহার পান্না (nurunnahar panna)

প্রথম পাতা » জীবনী » নুরুন্নাহার পান্না (nurunnahar panna)


নুরুন্নাহার পান্না (nurunnahar panna)

নুরুন্নাহার পান্না
জন্ম : ১৬ ডিসেম্বর ১৯৭৪
জন্মস্থান: ঢাকার রামপুরা, ওয়াবদা রোড। পিতা: মৃত্য শামিউলাহ সাহেব
মাতা: রোকসানা বেগম স্বামী : সিরাজউদ্দিন (সিরাজ)
কবি দুই সন্তানে জননী ।
প্রথম ছেলে : শামসুদ্দিন (দিপ্ত) দ্বিতীয় ছেলে : নাফিস উদ্দিন (নাফসি)
কবি বহু সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি অনেক সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। স্বদেশ স্বাংস্কৃতিক ফাউন্ডেশনে (সাহিত্য সম্পাদক), শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের (সহ-সভাপতি),জাতীয় অনুপ্রাস কবি সংগঠনের লালবাগ থানা শাখার (সভাপতি), মানবাধিকার কবি সোসাইটির এর (সাহিত্য সম্পাদক), গনছায়া সাহিত্য সংগঠনের (সহ-সভাপতি)। এছাড়াও তিনি বিভিন্ন পত্রিকার সাথে জড়িত রয়েছেন। সাপ্তাহিক সারোদিয়া পত্রিকার (ষ্টাফ রির্পোটার), সিটি অফ জয় এর মাসিক পত্রিকার (সাহিত্য সম্পাদক), মাসিক ধানসিঁড়ি পত্রিকার (সহকারী সম্পাদক), দৈনিক বাংলা সমাচার এর (ষ্টাফ রির্পোটার), মাসিক শাহাবাগ পত্রিকার (সহকারী সম্পাদক)।
 তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত  ”দগ্ধ হৃদয়”  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ