শরিফুল হাসান শিশির(Shariful hasan shishir)

প্রথম পাতা » জীবনী » শরিফুল হাসান শিশির(Shariful hasan shishir)


শরিফুল হাসান শিশির
তিনি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে পরিচয় দিতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করেন। অফিসিয়ালি তিনি বর্তমানে কর্মরত আছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে। বৈচিত্র্যময় শিক্ষাজীবন এবং কর্মজীবনের অধিকারী নারায়ণগঞ্জের ছেলে মেধাবী শরিফুল হাসানের জন্ম চট্টগ্রামে ।
তিনি ১ম শ্রেণিতে এসএসসি ও এইচএসসি শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ-এর (২০০৫-০৬) গণিত বিভাগে ভর্তি হন এবং সফলতার সাথে বিশ্ববিদ্যালয় জীবন শেষে ২০১৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। লেখকের অন্যান্য বই :

১. মুক্তির আলো
২. রক্তাক্ত ১৫ আগস্টের শহীদেরা
৩. ২৬ শে মার্চ যারা ভোর এনেছিল

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ”বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর ও শিক্ষাজীবন‘’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ