রনো খন্দকার(Rono khondokar)
প্রথম পাতা » জীবনী » রনো খন্দকার(Rono khondokar)
রনো খন্দকারের জন্ম ১৯৮৭ সালের ২০শে নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে। পিতা সিরাজ খন্দকার এবং মাতা রহিমা বেগম আছিয়া । পড়াশোনা সমাজ- বিজ্ঞানে অর্নাসসহ মাস্টার্স। লেখকের গল্প, কবিতা, ছড়া বিষয়ক গ্রন্থ রয়েছে। ২০১৫ সালে তার প্রথম গল্পের বই ‘স্বপ্নোপোকা’ পাঠক সমাজে প্রশংসিত হয়। একুশে বইমেলা-২০২০ এ ‘দার্শনিক ঠাট্টা’ নামে আর একটি বই প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘তামাম তামাশা’’ গ্রন্থ থেকে সংকলিত।