অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম (জীবনী)

প্রথম পাতা » জীবনী » অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম (জীবনী)


 ড. গোলসান আরা বেগম

জন্ম ১৯৬০ সালে কিশোরগঞ্জ জেলার সদর থানার মারিয়া ইউনিয়নে স্বল্পমারিয়া গ্রামে। তিনি মোঃ ইমাম হোসেন ও আমেনা বেগমের তৃতীয় সন্তান। রসায়ন বিজ্ঞানে সম্মান ১৯৮০, মাস্টার্স ১৯৮১, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বি.এড ১৯৯০, এম.এড ১৯৯২ ঢাকা বিশ্ববিদ্যালয়। পিএইচডি ২০২০, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনি বাংলা একাডেমির সদস্য।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সফলতার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক সম্মাননা প্রাপ্ত জয়িতা সদস্য (২০১৭), উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে। প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব নিয়ে ১৯৯৮ সালে কিশোরগঞ্জ সদর থানার কালটিয়া গ্রামে আর. এস. আইডিয়েল কলেজ প্রতিষ্ঠা করেন । নিজস্ব আবেগ ও চেতনার ঘরে বন্দি হয়ে ২০০০ সালে প্রবেশ করেন সাহিত্য জগতে। জড়ো করেন অনুভূতিগুলো গবেষণাপত্রে, ছোট কাগজে, কাব্য- প্রবন্ধগ্রন্থে, গল্পকথায়, স্থানীয় ও জাতীয় দৈনিকে, সভা সেমিনারে। ২০টি গ্রন্থের রচয়িতা। বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি এর উপদেষ্টা মন্ডলীর সদস্য। লায়ন্স ক্লাব অফ ঢাকা গ্র্যান্ড ক্যাপিটাল, স্বেচ্ছাসেবী সংগঠন নারীকণ্ঠ, ছায়াবীথি ক্লাব এর প্রতিষ্ঠাতা। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি। আরো পেয়েছেন ছোট বড় বহু পদক ও সম্মাননা। স্বামী মোঃ জসিম উদ্দিন (অব.) তত্ত্বাবধায়ক প্রকৌশলী 1 দুই সন্তান- জায়েদ বিন জসিম (ব্যাংকার) ও জুবায়েদ বিন জসিম, প্রকৌশলী (৩৩তম বিসিএস), গণপূর্ত বিভাগ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ