শিরিন সুলতানা (shirin sultana)

প্রথম পাতা » জীবনী » শিরিন সুলতানা (shirin sultana)


শিরিন সুলতানা (shirin sultana)

শিরিন সুলতানা  ১৯৮৮ সালের ৭ অক্টোবর মাধারীপুর জেলার কালকিনি থানায় মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- মোঃ নওয়াব আলী খাঁন, মাতা- মরিয়ম বেগম । বাবা একজন সরকারি গ্রেজেটেড অফিসার ছিলেন। পাঁচ ভাই চার বোনের মাধ্যে তিনি সপ্তম। বোনের মধ্যে তৃতীয়। ছোটবেলা থেকেই সাহিত্য চর্চা শুরু। বর্তমানে ইউটিউব ও মিডিয়াতে বেশ কিছু নাটক প্রচারিত হচ্ছে এবং চিত্রনাট্য তৈরি করছেন। এ বইটি তাঁর প্রকাশিত সপ্তম বই

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত   ’সংসার সুখের হয় পুরুষের  মোটা ইনকামে’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ