দিলারা মেসবাহ(Dilara mesbah)
প্রথম পাতা » জীবনী » দিলারা মেসবাহ(Dilara mesbah)
রম্যরচনাকার, শিশু সাহিত্যিক, উপন্যাসিক, কবি, ছোট গল্পকার- অনেক পরিচয় তাঁর, কিন্তু বড় পরিচয় তিনি একজন সার্থক ছোটগল্পকার। শ্রদ্ধাচারী শিল্পীত গল্পের রূপকার তিনি। ক্লেদ ও কুসুমে গড়া যে জীবন, সে জীবনকেও শুদ্ধতার শব্দমালায় কুসুমিত করে তুলতে চান তিনি। দিলারা মেসবাহ ইতিবাচক জীবনদৃষ্টির অধিকারী এক কথাসাহিত্যিক। কিন্তু যে উচ্চমানের হৃদয়গ্রাহী গল্প তিনি লেখেন, সেভাবে কি তাঁর মূল্যায়ন হয়েছে ? কারণ স্বভাবে তিনি যেমন নিভৃতচারী স্বল্পবাক এক আত্মমর্যাদাশীল মানুষ, তেমন লেখক হিসেবেও সে মর্যাদাটুকু ক্ষুণ্ন করার মতো প্রচারণা প্রকাশনার উন্মাদনায় শরিক হন নি । তারপরও রুচিশীল পাঠকের কাছে তিনি অপরিচিত নন। তাঁর গল্প সমগ্র পাঠ করলে বোধগম্য হয় কী গভীর জীবনবাদী আর নান্দনিক তাঁর রচনা। গ্রন্থিত চৌদ্দটি গল্পে প্রান্তজনের পর্যুদস্ত জীবনচিত্র বাঙ্ময় হয়ে উঠেছে। তিনি বাংলা সাহিত্যে এম এ । ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতি বাংলাদেশ লেখিকা সংঘ। তিন সন্তানের জননী। স্বামী প্রকৌশলী মেসবাহ উদ্দিন আহমেদ। জন্ম ২৮ আগস্ট, ১৯৫০, পাবনা ।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘’এক জোড়া পয়মন্ত ইলিশ’ গ্রন্থ থেকে সংকলিত।