ড. শাহনাজ পারভীন (dr.shahnaj parvin)
প্রথম পাতা » জীবনী » ড. শাহনাজ পারভীন (dr.shahnaj parvin),
ড. শাহনাজ পারভীন তিনি কবি, গবেষক, প্রাবন্ধিক, উপন্যাসিক, গীতিকার, এবং একজন স্বনামধন্য শিক্ষাবিদ। একজন ভাল বক্তা, বাচিকশিল্পী, সম্পাদক এবং সংগঠক হিসেবে তিনি সুপরিচিত। পিতা: মো: বজলুর রহমান। মাতা: সামসুন্নাহার ফুল। জন্ম স্থান: কামার খালী, ফরিদ পুর। জন্ম তারিখ: ৭ই মে, ১৯৬৮ খ্রি.। স্বামী: মো: শফিকুল ইসলাম। সন্তান: দুই কন্যা ও এক পুত্র সন্তান। তাসনিয়া তাবাসসুম তিসা, তাসফিয়া তারান্নুম তিফা, নাসিফ মুনিম নাফি । শিক্ষা: এমএ (ঢাবি), বিএড (রাবি), এমফিল (ইবি), পিএইচডি (ইবি)।
কর্মজীবন: উপাধ্যক্ষ, উপশহর মহিলা কলেজ, যশোর।
গবেষণা: ইসলামে নারী অধিকার ও অবস্থান: প্রেক্ষিত বাংলাদেশ (এম.ফিল থিসিস), কবি গোলাম মোস্তফার সাহিত্যে ইসলামী ঐতিহ্যের রূপায়ন (পিএইচডি থিসিস), প্রোমিড প্রফেট (মহাকাব্য) এবং নীলনদের আখ্যান (গবেষণা উপন্যাস)। সম্পাদনা: দ্যোতনা, নান্দনিক ধারার সাহিত্য কাগজ, যশোর; ছড়াঘর, ছড়া পত্রিকা, যশোর। সংশ্লিষ্ঠতা: সভাপতি: অগ্নিবীণা, যশোর; সভাপতি: গাঙচিল লেখিকা পরিষদ; সভাপতি: যশোর সাহিত্য কেন্দ্র, যশোর; আহ্বায়ক: ডক্টরস্ এসোসিয়েশন অব নন গভর্নমেন্ট টিচার্স (ড্যাট) যশোর জেলা শাখা। শিক্ষা ও গবেষণা সম্পাদক: বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। কার্যকরী কমিটির সদস্য: আর আর এফ, যশোর।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ’নীলনদের আখ্যান’ গ্রন্থ থেকে সংকলিত।