ড. শাহনাজ পারভীন (dr.shahnaj parvin)

প্রথম পাতা » জীবনী » ড. শাহনাজ পারভীন (dr.shahnaj parvin)


ড. শাহনাজ পারভীন (dr.shahnaj parvin),
ড. শাহনাজ পারভীন   তিনি কবি, গবেষক, প্রাবন্ধিক, উপন্যাসিক, গীতিকার, এবং একজন স্বনামধন্য শিক্ষাবিদ। একজন ভাল বক্তা, বাচিকশিল্পী, সম্পাদক এবং সংগঠক হিসেবে তিনি সুপরিচিত। পিতা: মো: বজলুর রহমান। মাতা: সামসুন্নাহার ফুল। জন্ম স্থান: কামার খালী, ফরিদ পুর। জন্ম তারিখ: ৭ই মে, ১৯৬৮ খ্রি.। স্বামী: মো: শফিকুল ইসলাম। সন্তান: দুই কন্যা ও এক পুত্র সন্তান। তাসনিয়া তাবাসসুম তিসা, তাসফিয়া তারান্নুম তিফা, নাসিফ মুনিম নাফি । শিক্ষা: এমএ (ঢাবি), বিএড (রাবি), এমফিল (ইবি), পিএইচডি (ইবি)।
কর্মজীবন: উপাধ্যক্ষ, উপশহর মহিলা কলেজ, যশোর।
গবেষণা: ইসলামে নারী অধিকার ও অবস্থান: প্রেক্ষিত বাংলাদেশ (এম.ফিল থিসিস), কবি গোলাম মোস্তফার সাহিত্যে ইসলামী ঐতিহ্যের রূপায়ন (পিএইচডি থিসিস), প্রোমিড প্রফেট (মহাকাব্য) এবং নীলনদের আখ্যান (গবেষণা উপন্যাস)। সম্পাদনা: দ্যোতনা, নান্দনিক ধারার সাহিত্য কাগজ, যশোর; ছড়াঘর, ছড়া পত্রিকা, যশোর। সংশ্লিষ্ঠতা: সভাপতি: অগ্নিবীণা, যশোর; সভাপতি: গাঙচিল লেখিকা পরিষদ; সভাপতি: যশোর সাহিত্য কেন্দ্র, যশোর; আহ্বায়ক: ডক্টরস্ এসোসিয়েশন অব নন গভর্নমেন্ট টিচার্স (ড্যাট) যশোর জেলা শাখা। শিক্ষা ও গবেষণা সম্পাদক: বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। কার্যকরী কমিটির সদস্য: আর আর এফ, যশোর।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত   ’নীলনদের আখ্যান’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ