ডাঃ মোঃ সাইদুর রহমান মামুন (dr.md.shaidur rahman mamun
প্রথম পাতা » জীবনী » ডাঃ মোঃ সাইদুর রহমান মামুন (dr.md.shaidur rahman mamunডাঃ মোঃ সাইদুর রহমান মামুন ১লা আগস্ট ১৯৮৪ সালে কুমিল্লা জেলার, মুরাদ নগর থানার, গকুলনগর গ্রামে জন্ম গ্রহণ করেন । পিতা ঃ মৃত ঃ সিরাজ মিয়া, মাতা : মোসাঃ রহিমা বেগম। ছোট বেলা থেকেই শহরে মানুষ। বর্তমানে একটি সরকারী চাকরিতে নিয়োজিত আছেন। অনেক দিন থেকে স্বপ্ন তার নিজের লেখা উপন্যাস প্রকাশিত হবে। অবশেষে তার নিজের লেখা প্রথম উপন্যাস “এত কষ্ট কেন ভালবাসায়”
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত “এত কষ্ট কেন ভালবাসায়” গ্রন্থ থেকে সংকলিত।