শাহী সবুর (Shahi Sabur)

প্রথম পাতা » জীবনী » শাহী সবুর (Shahi Sabur)


শাহী সবুর  (Shahi Sabur)

শাহী সবুর     জন্ম ১৯৬৬ সনের এক বাদল ঝরা আষাঢ়ে খুলনা জেলার দিঘলিয়া থানার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে। বাবা শেখ আবদুস ছামাদ, মাতা রোকেয়া খাতুন। উল্লেখ্য যে কবির পিতামহ এবং মাতামহ উভয় ছিলেন তৎকালিন সময়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছোটবেলা থেকে তিনি লেখালেখির সঙ্গে জড়িত। বাংলা সাহিত্যে তিনি লিখেছেন চমৎকার এই কাহিনী কাব্য “শান্তিদাসী” কাব্যে উঠে আসছে জমিদার আমলের সমাজের চরম বৈসাম্যের কথা।
তিনি রচনা করেছেন কাব্যধারায় বিশ্ব নবীর জীবনী। লিখেছেন সামাজিক উপন্যাস গৌরীদেবীর আশ্রম, চন্দন গাতীর মহুয়া, বীরঙ্গনাদের জীবনী নিয়ে লিখেছেন বালিয়া ডাঙ্গার বউ। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন পরবাসে বার দিন। শিশুদের জন্য লিখেছেন চমৎকার ছড়ার বই - শিয়াল মামার বিয়ে, ছন্দে ছড়া মজার পড়া। সাহিত্যের সকল শাখায় তার বিচরণ। তিনি রচনা করে চলেছেন কবিতা, উপন্যাস, গল্প, নাটক, গান, তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকা ভুক্ত গীতিকার। লেখা লেখির স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন কবি সামসুর রাহমান পুরুস্কার, মধুসুদন পুরুস্কার, গাঙচিল পুরুস্কারসহ অসংখ্যা পুরুস্কার ও সম্মানা পত্র।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘শান্তিদাসী’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ