অমিতা মজুমদার (amita mazumder)

প্রথম পাতা » জীবনী » অমিতা মজুমদার (amita mazumder)


অমিতা মজুমদার   (amita mazumder)

 

অমিতা মজুমদার    ১৯৬১ সালে ঝালকাঠি জেলার অন্তর্গত এক
সমৃদ্ধ গ্রাম চারুখানে জন্ম । শৈশব কৈশোর কেটেছে এখানেই । প্রাথমিক শিক্ষার পাঠ শেষ হয় গ্রামেই। পরবর্তী সময়ে তখনকার মহকুমা শহর ঝালকাঠিতে বসবাস। শিক্ষা জীবনের পরবর্তী ধাপগুলো ঝালকাঠি, বরিশাল এবং ঢাকায় শেষ হয় । শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে একটি সরকার নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। ব্যক্তি জীবনে বিবাহিত, দুই কন্যা সন্তানের মা।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘কবিতায় হাতেখড়ি’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ