আহমেদ ফারুক মীর(Ahmed Faruk mir)

প্রথম পাতা » জীবনী » আহমেদ ফারুক মীর(Ahmed Faruk mir)


 আহমেদ ফারুক মীর

দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন থানায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ নজরুল ইসলাম, মাতা জাহানারা বেগম। তার প্রকাশিত প্রথম বই ‘অবিন্যস্ত আলোকরেখা” (কাব্যগ্রন্থ), সাহিত্যদেশ প্রকাশনী-২০১৩। বইমেলা ২০১৭ তে ‘নীল নক্ষত্র’ (উপন্যাস) এবং ‘টুকটুকি’ (ছড়াগ্রন্থ) প্রকাশিত হয়েছে, রাতুল গ্রন্থ প্রকাশ হতে। তার প্রথম কিশোর গল্প সংকলন ‘জোঁয়্যার বাঁশি ও খুফুর মূর্তি’ ২০১৮ বই মেলায় আদিত্য অনিক প্রকাশনী হতে প্রকাশিত হয়। ২০১৮ সালে প্রকাশিত ‘হিপোক্রেটিক’ তার দ্বিতীয় উপন্যাস। তার “জোঁয়্যার বাঁশি খুফুর মূর্তি, নীল নক্ষত্র, এবং হিপোক্রেটিক নিজ নিজ প্রকাশনীর বেস্ট সেলার হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া যৌথভাবে প্রকাশিত তার বেশ কিছু বই রয়েছে। তিনি সাহিত্যের সব রকম ক্ষেত্রেই পদচারণায় সিদ্ধহস্ত।

 তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ‘সবুজ টিপ কাঁচের চুড়ি’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ