মাহাবুবা লাকি (mahabuba lucky)

প্রথম পাতা » জীবনী » মাহাবুবা লাকি (mahabuba lucky)


 মাহাবুবা লাকি

মাহাবুবা লাকি  জন্ম যশোর শহরের তালতলায়।পিতা প্রয়াত মোসলেম আহমেদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা হওয়ায় ৭১ সালে তাদের যশোরের বাড়ি পাকিস্তান হানাদারবাহিনী ভস্মস্তূপে পরিণত করলে তিনি খুলনা শহরের গগনবাবু রোডে নতুন বাড়ি নির্মাণ করেন। মাহাবুবার শৈশব ও কৈশোরজীবন সেখানেই অতিবাহিত হয়। তার কলেজ জীবন কাটে গোপালগঞ্জে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের নেত্রী হিসেবেও কাজ করেন। কলেজে পড়াশোনার সময় সংসারজীবনে প্রবেশ করেন। স্বামী আতিকুর রহমান পুলিশবাহিনীতে কর্মরত আছেন। মাহাবুবা বর্তমানে একমাত্র কন্যা রাবেয়া বশরী বুশরাকে নিয়ে ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। ‘অপেক্ষার প্রহর’ মাহাবুবা লাকির তৃতীয় কাব্যগ্রন্থ। কবিতা লেখার পাশাপাশি তিনি গানও রচনা করেন।
তথ্যসূত্র:. ২০১৯ সালে প্রকাশিত  ‘সুকান্ত  এসেছিলো নীরবে’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ