রাশেদুল ফরহাদ(Rashedul Farhad)

প্রথম পাতা » জীবনী » রাশেদুল ফরহাদ(Rashedul Farhad)


 রাশেদুল ফরহাদ

রাশেদুল ফরহাদের পৈতৃক নিবাস কিশোরগঞ্জে হলেও জন্ম, শৈশব, কৈশোর ও যৌবনের শুরু গাজীপুরে। চক আর স্লেট দিয়ে প্রথম লেখালেখি শুরু করার পর থেকে স্কুল, কলেজ, বুয়েট, বিইউপি, ISCEA-এর কোর্সে প্রচুর লেখালেখির সুযোগ পেয়েছেন। এমনকি ‘অযান্ত্রিক পাণ্ডুলিপি’ নামক প্রকাশিত একটি সংকলনেও গল্প-কবিতা লিখেছেন। জন্মেছেন ৫ই মে, ১৯৮৩। বর্তমানকালে চাকুরীজীবী ও স্বপ্নজীবী বলে তিনি প্রচার করছেন বেশ কিছুদিন ধরে; আর সুযোগ পেলেই লিখে যাচ্ছেন ।

তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ‘’আনন্দলোকে’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ