মমতাজ খান (momotaz khan)
প্রথম পাতা » জীবনী » মমতাজ খান (momotaz khan)মমতাজ খান নামের মতোই মমতাময়ী। অতি শৈশবে মাকে হারান, মায়ের কোনো মধুর স্মৃতি বা আদর ভালোবাসা কিছুই পাননি জীবনে । তাই আজীবন সেই স্নেহ ভালোবাসার অন্বেষণ করেছেন।
ব্যক্তিজীবনে মানুষের বিশেষ করে পরদুঃখে কাতর, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া। এককথায় মানুষকে ভালোবাসার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। নিজের জীবনে না পাওয়া বেদনাবোধের ক্ষত থেকে উৎসারিত মমতাজের সৃষ্টিকর্ম ।
তার প্রতিটি উপনাসের উপজীব্য বিষয় মানুষ এবং প্রকৃতি। প্রকৃতির মতোই মানুষের বিচিত্র রূপ নানা কৌশলে তুলে ধরেন নিপুণ মুন্সিয়ানায় । হিজড়া বা শিখণ্ডী, তৃতীয় লিঙ্গ যাই বলি না কেন তাদের বিচিত্র জীবন, সেই যাপিত জীবনের করুণ উপখ্যান উঠে এসেছে তার হিজড়া উপন্যাসে।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ’হিজড়া’ গ্রন্থ থেকে সংকলিত।