নাসিমা বানু (Nasima Banu)
প্রথম পাতা » জীবনী » নাসিমা বানু (Nasima Banu)
জন্ম ১৯৫২ সালের ২৬ নভেম্বর ব্রাহ্মণবাড়ীয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর বাবা মরহুম সামসুল করিম ছিলেন অত্যন্ত সৎ ও নিবেদিতপ্রাণ সরকারী কর্মকর্তা। তিনি ছিলেন বাংলাদেশ রেলওয়ের ডি.সি.ও। আর মা মরহুম মেহেরুন করিম ছিলেন বহুগুণে গুণান্নিতা সবার প্রিয়জন এক সহৃদয় গৃহিনী। নাসিমা বানু পেশায় একজন শিক্ষক। চল্লিশ বছর যাবৎ সফলতার সাথে তিনি এই পেশায় নিয়োজিত আছেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণি বিদ্যায় এম.এস.সি পাশ করেন ১৯৭৩ সালে। এরপর ঢাকা বোর্ডের প্রথম পরীক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বি.এড. করেন টিচার্স ট্রেনিং কলেজ থেকে এবং এম. এস. করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর এ যাবতকালের কর্মজীবনে তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন। তারমধ্যে উল্লেখযোগ্য- (১) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পদক-২০১৬ (২) মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি শাহ স্মৃতি পদক-২০১৭ (৩) বাউল সম্রাট ফকির লালন শাহ্ স্মৃতি পদক-২০১৬ (৪) মরমী কণ্ঠশিল্পী আলীম স্মৃতি পদক-২০১৬ (৫) শেরে বাংলা এ, কে, ফজলুল হক স্মৃতি পদক- ২০১৬ (৬) নবাব স্যার সলিমুল্লাহ্ স্মৃতি পদক- ২০১৭, (৭) জীবনানন্দ দাস পদক- ২০১৯, (৮) ম্যাগীকুইন- ২০১২ (সেপ), (১) আদর্শ মা-২০১৬সহ অন্যান্য অসংখ্য পদক। প্রকাশিত তাঁর লেখা বইঃ (১) নির্বাক স্বপ্ন (২) স্বপ্ন রঙ্গিন (৩) বঙ্গবন্ধু বাংলাদেশ (৪) নারীরা ভোরের শিশির নয় (৫) হরিৎ রং সময় (৬) মহানায়কের ডাকে (৭) তিন প্রজন্মের কাব্য (৮) পঞ্চ নক্ষত্র (৯) অশ্রু কথা বলে (১০) মহানায়কের ডাকে। তিনি গাঙচিল লেখিকা পরিষদের ঢাকা জেলা সভাপতি ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ‘জীবন জিজ্ঞাসা’’ গ্রন্থ থেকে সংকলিত।