আরাফাত আল মাসুদ (arafat al masud)
প্রথম পাতা » জীবনী » আরাফাত আল মাসুদ (arafat al masud)আরাফাত আল মাসুদ
জন্ম: ২৩ জুন, ১৯৮৫, লক্ষ্মীপুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায়
স্নাতকোত্তর ।
পেশাজীবনে একজন প্রভাষক,
মাইলস্টোন কলেজে।
এর আগে প্রকাশিত হয়েছে দুটো বই ।
জাদুকর (গল্পগ্রন্থ) ২০১৭ এবং বন্ধুসময় (উপন্যাস) ২০১৯ সালে
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘সত্যের চেয়ে পবিএ” গ্রন্থ থেকে সংকলিত।