আসাদ রহমান (asad rahman)

প্রথম পাতা » জীবনী » আসাদ রহমান (asad rahman)


আসাদ রহমান (asad rahman)আসাদ রহমান   জন্ম ও বেড়ে ওঠা দিনাজপুরে, যেখানে কেটেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার ষোল বছর। পড়াশোনার বাকী পর্ব সমাপ্ত হয়েছে ঢাকাতে, ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে। নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর অধ্যয়ন শেষ করবার পর তিনি নিজেকে একজন উন্নয়নকর্মী হিসেবে নিয়োজিত করবার পাশাপাশি লেখালেখিতে মনোনিবেশ করেন, যার সূত্রপাত ঘটে সামহোয়্যার ইন ব্লগের হাত ধরে। ‘অগ্নি সারথি’ ছদ্মনামে লেখালেখি করা এই ব্লগার সর্বদা চেষ্টা করেছেন তার অর্জিত নৃবৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে তার লেখনীতে প্রান্তিক জনগোষ্ঠীর কন্ঠস্বর তুলে নিয়ে আসবার । যার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি বাংলাদেশ হতে ডয়েচ ভেলে কর্তৃক ‘বেস্ট অফ অনলাইন এক্টিভিজম’ এওয়ার্ডের জন্য মনোনীত হন।
তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘শান্তিদাসী’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ