কামরুন নাহার রুনু (kamrun nahar runa)

প্রথম পাতা » জীবনী » কামরুন নাহার রুনু (kamrun nahar runa)


কামরুন নাহার রুনু  (kamrun nahar runa)

কামরুন নাহার রুনু   জন্মগ্রহণ করেন ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলায়। পিতা মরহুম মো. আব্দুস সাত্তার, মাতা মরহুম মেহেরুন্নেছা। স্বামী শায়েস্তা আহমেদ এবং দুই সন্তান তানভীর আহমেদ ও আদনান আহমেদকে নিয়ে কবি দুই যুগ আয়ারল্যান্ড প্রবাসী। শৈশব থেকেই লেখালেখির প্রতি কামরুন নাহার রুনুর দুর্নিবার আকর্ষণ নিয়মিত লিখে চলেছেন বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং অনলাইন সাহিত্য গ্রুপ এবং ওয়েবজিনে । কবিতার পাশাপাশি তিনি গল্প ও গান লিখেন। এছাড়া ছবি আঁকতেও পছন্দ করেন । কবিতা আবৃত্তিতে খুঁজে পান ভিন্ন ধরনের আনন্দ । বাংলা কবিতায় সার্বিক স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘বেগম রোকেয়া সাহিত্য সম্মাননা’ এবং ২০১৫ সালে লন্ডনের ‘প্রাইড অব হবিগঞ্জ অ্যাওয়ার্ড’। এছাড়া আয়ারল্যান্ড বাঙালি কমিউনিটির ‘কবি’ সম্মাননা।
কবিতাগ্রন্থ
বৃত্তের আবর্তে (২০০৮)
অনুভবে আমন্ত্রণ (২০১২)
অবদানের
বোতাম খোলা বিষণ্ণ বিকেল (২০১৫)
বসড় মাদল (যৌথ কবিতাগ্রন্থ ২০১৫) এসো বৃষ্টি নামাই (২০১৬)
সোনালী পাড়ের নক্ষত্র (যৌথ কবিতাগ্রন্থ ২০১৬)
গাঙফড়িঙের ডানা (২০১৬)
নির্বাচিত ১০০ কবিতা (২০১৮)

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ‘একটি সাঁকোর দীর্ঘ শ্বাস’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ