ফারজানা আহ্সান জয়া(Farjana ahsan joya)

প্রথম পাতা » জীবনী » ফারজানা আহ্সান জয়া(Farjana ahsan joya)


 ফারজানা আহ্সান জয়া

কবি ফারজানা আহ্সান জয়া ১৯৮১ খ্রিস্টাব্দের ২০শে ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাতভাইয়া পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের (হাজীবাড়ি) সন্তান । তিনি একই উপজেলার চৌধুরীগাঁও গ্রামে, মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতা আসান উল্লাহ সরকার এবং মাতার নাম জেসমিন আরা শিরিণ। তাঁর দাদা হাজী আলী মিয়া সরকার একজন বিশিষ্ট সমাজ সেবক, সংস্কারক ও দানবীর ছিলেন। কবি তাঁর দাদার প্রতিষ্ঠিত ‘হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৈদ্যের বাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়’ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন । ছোটকাল থেকেই লেখালেখির প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। তাই তিনি যখনই সুযোগ পেতেন তখনই লেখার চেষ্টা করতেন।
যা হোক অনেক চড়াই-উত্রাই পেরিয়ে ২০১৯ এ প্রকাশিত হলো তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘শূন্যে আলো’ অমর একুশে বইমেলা ২০২০-এ প্রকাশিত হলো তাঁর দ্বিতীয় উপন্যাস ‘মাউথ অর্গান’।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘মাউথ অর্গান’’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ