মোঃ কোরেশ উদ্দীন সরকার(Quorish uddin sharkar)

প্রথম পাতা » জীবনী » মোঃ কোরেশ উদ্দীন সরকার(Quorish uddin sharkar)


 মোঃ কোরেশ উদ্দীন সরকার

জন্ম- ১৯৪৭ খ্রিঃ। গ্রাম- সরেরহাট, ডাকঘর- বেংগাড়ি, উপজেলা-বাঘা, জেলা- রাজশাহী। জনক- মরহুম রিয়াজ সরকার, জননী- মরহুমা আফিজান খাতুন ৷
শিক্ষাজীবন : গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিদাসখালি উচ্চ বিদ্যালয়, রাজশাহী কলেজ ও পি.টি.আই প্রশিক্ষণ নাটোর ১৯৬৬-৬৭ খ্রিঃ কর্মজীবন : শিক্ষক হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান- ১৯৬৩ খ্রিঃ এবং প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন ২০০৫ খ্রিঃ।
সাহিত্যকর্ম : পাকিস্তান আমল থেকে বিভিন্ন পত্রিকায়, ম্যাগাজিন, শীর্ষ সাহিত্য (ছোট পত্রিকা) নজরুল জয়ন্তীতে কবিতা প্রকাশ হয়েছে। ২০০৬ বইমেলায় প্রতীক প্রকাশনার মাধ্যমে “হৃদয়ে লিখি নাম” বই-এ কবির কবিতা প্রকাশ হয়েছে। ‘সূচনা পাঠের আসর’ বাংলাদেশ বেতার রাজশাহী ও ‘অঙ্কুর কবিতা পাঠের আসর’ বাংলাদেশ বেতার খুলনায় কবির কবিতা নিয়মিত প্রচার হয়েছে। এছাড়া আরও ৩টি ছন্দ কবিতার বই- অগ্নিবাণী, পার্থিব জীবন, প্রেমের পুষ্পকলি প্রকাশের পথে।

তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ‘’জাগ্রত বাঙালি’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ