কাজী শফিকুল আযম(kazi shofiqul azam)

প্রথম পাতা » জীবনী » কাজী শফিকুল আযম(kazi shofiqul azam)


 কাজী শফিকুল আযম
জন্ম মাগুরার চৌগাছি গ্রামে ১৯৬০ সালের ১১ই মে’ তে।১৯৭৫ সালে তিনি চৌগাছির স্কুল থেকে এসএসসি ও ১৯৭৭ সালে মাগুরা সরকারী কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে অনার্স ও ১৯৮২ সালে একই বিভাগ থেকে মাস্টার্স করেন।
তিনি ১৯৮২ সালের বিসিএস অডিট একাউন্টস ক্যাডারের নিয়মিত ব্যাচের সদস্য। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত। তিনি নিয়মিত দৈনিক যুগান্তর সহ বিসিএস ৮২ ফোরামের নিয়মিত প্রকাশনা নোঙরে লিখে থাকেন।

তথ্যসূত্র: ২০১২ সালে প্রকাশিত ‘চলার পথে দেখা না দেখা’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ