নেসার উদ্দীন আয়ূব(Nesar uddin ayub)

প্রথম পাতা » জীবনী »  নেসার উদ্দীন আয়ূব(Nesar uddin ayub)


 নেসার উদ্দীন আয়ূব

পেশায় পুস্তক প্রকাশক। বাংলা খবর পড়েন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে বিএ (অনার্স) ও ১৯৯৬ সালে (এমএ) পাশ করেছেন। ছাত্রজীবনেই সাংবাদিকতা শুরু করেন। এসময় দেশের প্রথম শ্রেণির পত্র-পত্রিকায় ছোটগল্প লেখেন অনেক। নিছক ভাবের উদয় থেকে ছোটগল্প লেখেন না তিনি। তার প্রতিটি গল্পেরই একটি সফল পরিসমাপ্তি আছে। ‘তৃতীয় হাতে লেখা গল্প’ তার প্রথম গল্পগ্রন্থ। নিয়মিত সাহিত্যসভায় অংশ নিয়েছেন বহুবছর ।
তিনি একজন আবৃত্তিশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাহিত্যের বাচিক চর্চাকেন্দ্র‘কণ্ঠশীলন’-এ কাজ করেছেন প্রায় ১০ বছর । এখন আবৃত্তি সংগঠন ‘বাকশিল্পাঙ্গন’-এর সাথে যুক্ত। ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ বেতারে অনুষ্ঠান করেন। বর্তমানে বেতারে বাংলা সংবাদ পাঠ ছাড়াও ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্তরণ’ করেন নিয়মিত। তিনি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সংবাদ পাঠক দেশে সংবাদ উপস্থাপকদের সংগঠন ‘নিউজ প্রেজেন্টারস সোসাইটি অব বাংলাদেশ’ এর এক্সিকিউটিভ কমিটির নির্বাহী সদস্য তিনি। ছাত্রজীবনে ৩ বছর ও কর্মজীবনের প্রথম ২ বছর- এই ৫ বছর সাংবাদিকতার পর ১৯৯৯ সালের ১ জানুয়ারি পুস্তক প্রকাশনা ব্যবসাকে পেশা হিসেবে নেন।

তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ‘তৃতীয় হাতে লেখা গল্প’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ