সাইফুল আলিম (Shaiful Alim)

প্রথম পাতা » জীবনী » সাইফুল আলিম (Shaiful Alim)


সাইফুল আলিম (Shaiful Alim)

সাইফুল আলিম  ১৮ইং জানুয়ারী ১৯৮৯ইং সালে কুমিল্লা জেলায় মুরাগন- গর থানার পরমতলা গ্রামে জন্মগ্রহন করেন। বাবা এ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম সরকার, মাতা-মোসাঃ আয়শা বেগম পলি, চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। লেখক পরমতলা শব্দরখান উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি, মুরাদন- গর কাজী নোমান আহম্মেদ ডিক্রী কলেজ থেকে এইচ.এস.সি, বাংলাদেশ ইসলামী বিশ্ব বিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) ও কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয় থেকে এলএল.এম এ পাশ করেন । তিনি বর্তমানে ঢাকা জজ কোর্ট ও কুমিল্লা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন তরুন আইনজীবী হিসাবে তিনি দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার কোর্টি প্রতিনিধি, অন্যধারা সাহিত্য সংসদ এর যুগ্ম আইন সচীব, অনুশীলন সাহিত্য পরিষদের ভার্চুয়াল কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ দিন প্রতিদিন পত্রিকার সাহিত্য রিপোর্টার (সাহিত্য কলাম) এবং আবৃত্তিকারও বটে। তিনি যখন শৈশব জীবন অতিবাহিত করে কৈশর জীবনে পদার্পন করেন তখনই লেখা-লেখির প্রয়োস সৃষ্টি হয়।
তথ্যসূত্র: ২০১৯  সালে প্রকাশিত   ’বেদনার নীল আকাশ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ