পপি চৌধুরী(Popy chawdhury)

প্রথম পাতা » জীবনী » পপি চৌধুরী(Popy chawdhury)


 পপি চৌধুরী

বাগের হাটের মেয়ে, জন্ম খুলনায়। গল্প, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ লেখার পাশাপাশি মুক্ত সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন দীর্ঘদিন। ইত্তেফাক, প্রথম আলো, জনকণ্ঠ, সমকাল, অনন্যা, বেগম সহ বিভিন্ন পত্রিকায় তার অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া নিউইয়র্ক থেকে প্রকাশিত জন্মভূমি, এখন সময়, সুইডেন থেকে প্রকাশিত অনুশীলণ এবং কোলকাতার মিলেমিশে ও নক্ষত্র পত্রিকায়ও তার লেখা অনেক ফিচার ও ছোটগল্প ছাপা হয়েছে। লেখালেখির জন্য অর্জন করেছেন ড. আশরাফ সিদ্দিকী গোল্ড মেডেল এবং মিনা মিডিয়া অ্যাওয়ার্ড। স্বামী নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট লেখক, সাংবাদিক ও জাদুকর তপন চৌধুরী। প্রীতম, পিয়াল নামে দুই পুত্র সন্তানের জননী তিনি। লেখার পাশাপাশি প্রকাশনা ও বুটিক ব্যবসার সাথে জড়িত পপি চৌধুরী।

তথ্যসূত্র: ২০১৪ সালে প্রকাশিত ‘মিজরাবল জার্নি টু ব্যাঙ্গালোর’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ