মোঃ মাহ্‌ফুজার রহমান সরকার (Md. Mahfuzar Rahman Sarkar)

প্রথম পাতা » জীবনী » মোঃ মাহ্‌ফুজার রহমান সরকার (Md. Mahfuzar Rahman Sarkar)


মোঃ মাহ্‌ফুজার রহমান সরকার (Md. Mahfuzar Rahman Sarkar)

মোঃ মাহ্‌ফুজার রহমান সরকার
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় বিএস-সি (অনার্স), এম এস-সি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে প্রথমে ১৯৮২ সালে সরকারি কলেজে শিক্ষকতা এবং পরবর্তীতে ১৯৮৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে ম্যাজিস্ট্রেট/ সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন । তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার (অর্থ ও পরিকল্পনা), উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে বিভিন্ন মন্ত্রণালয়ে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব এবং বিভিন কর্পোরেশনে/ অধিদপ্তরে, সচিব, পরিচালক ও মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৬ সালে মহাপরিচালক, জাতীয় মুক্তিযাদ্ধা কাউন্সিল হিসেবে অবসর গ্রহণ করেন । তিনি সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বপালনের পাশাপাশি অফিসার্স ক্লাব, ঢাকা এর নির্বাহী কমিটিতে উপর্যুপরি চার মেয়াদে (২০০৯ থেকে ২০১৭) নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চাকুরীকালিন সময়ে সাউথ ইস্ট ইউনির্ভাসিটি, ঢাকা থেকে বিশ্ব-বাণিজ্যে স্নাতোকোত্তর ডিপ্লোমা এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন ।
তিনি একজন দক্ষ ব্যাডমিন্টন, ব্রীজ ও বিলিয়ার্ড খেলোয়াড়। অবসর সময়ে খেলাধুলার পাশাপাশি তিনি সাহিত্য চর্চায় নিজেকে ব্যস্ত রাখেন । এরই ফলশ্রুতিতে এ কবিতা গ্রন্থের আত্মপ্রকাশ।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত ‘মাউথ অর্গান’’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ