আজিজুর রহমান (জীবনী)
প্রথম পাতা » জীবনী » আজিজুর রহমান (জীবনী)আজিজুর রহমান কালজয়ী জনপ্রিয় গীতিকার পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এদেশ ভাইরে ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়- মন কোথাও নাইরে। এ রকম অনেক কালজয়ী জনপ্রিয় গানের গীতিকার ছিলেন কবি আজিজুর রহমান। কুষ্টিয়ায় জন্ম নেয়া স্বনামধন্য কবি ও গীতিকার হিসেবে দেশজোড়াও যথেষ্ট পরিচিতি ছিল তার। প্রতিভাবান এই মানুষটির জন্ম ১৯১৭ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি কুষ্টিয়া জেলার হাট হরিশপুর গ্রামে। তার কৈশোরে পিতৃবিয়োগ হওয়ায় উচ্চশিক্ষা ব্যাহত হয়। সাহিত্য-চর্চার আগে জড়িয়ে পড়েন নাট্যাভিনয়ে। খেলাধুলা, ক্লাব, সমিতি, সংঘ ইত্যাদি পরিচালনা করেন। একটি যাত্রার দল গঠনএবং নানাবিধ নাটকে অভিনয় করেন। ১৯৩৭ থেকেসাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। নবযুগ, নবশক্তি, আনন্দবাজার, সওগাত, অরণি, মোহাম্মদী, আজাদ, বুলবুল, ভারতবর্ষ, বাঙালি, শনিবারের চিঠি ইত্যাদি পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। ১৯৫৪-তে নিজস্ব শিল্পী হিসেবে ঢাকা বেতারের সাথে যুক্ত হন। ১৯৬০-এ কিশোর মাসিক আলাপনীর ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত হন। ১৯৬৪- ১৯৭০ পর্যন্ত দৈনিক পয়গামের সাহিত্য সম্পাদক ছিলেন। তিনি দুই হাজারের বেশি গীত রচনা করেন। প্রেম, প্রকৃতি, দেশাত্মবোধ, ইসলাম ঐতিহ্য ও সমাজ সচেতনা তাঁর গান ও কবিতায় মনোজ্ঞভাবে পরিস্ফুটিত। উল্লেখযোগ্য গ্রন্থ ডাইনোসোরের রাজ্যে (১৯৬২), জীবজন্তুর কথা (১৯৬২), ছুটির দিনে (১৯৬৩), এই দেশ এই মাটি (১৯৭০), উপলক্ষের গান (১৯৭০)। ১৯৭৯-তে ‘একুশে পদক’ লাভ করেন। মৃত্যু, ঢাকা, ১২.৯.১৯৭৮।