ফরিদা ইয়াসমীন সুমনা (forida yeasmin sumona)
প্রথম পাতা » জীবনী » ফরিদা ইয়াসমীন সুমনা (forida yeasmin sumona)ফরিদা ইয়াসমীন সুমনা নারায়ণগঞ্জ জেলার তৎকালীন ঈশা খাঁর রাজধানী সোনার গাঁয়ের মোগড়া পাড়া চিলার বাগ গ্রামের প্রধান বাড়িতে ১৯৭০ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন । মাতা রাজিয়া বেগম, পিতা আলহাজ্ব আবু আক্কাস । ছয় ভাই দুই বোনের মধ্যে সবার ছোট তিনি । বিবাহিত জীবনে দুই সন্তানের জননী । ছেলে তাওয়াব মোহাম্মদ ইয়াছিন প্রিতম, মেয়ে আশরাফিন আহাম্মেদ প্রেমা ।
সুমনা’র সাংবাদিকতার প্রেরণা দৈনিক নগর সংবাদ পত্রিকার সম্পাদক সাংবাদিক আবদুল রিয়েল রাজা ।
একুশে গ্রন্থমেলা ২০১৮ তে প্রকাশিত “সত্যের পাতা”
তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত ”সত্যের পাতা” গ্রন্থ থেকে সংকলিত।