ফরিদা ইয়াসমীন সুমনা (forida yeasmin sumona)

প্রথম পাতা » জীবনী » ফরিদা ইয়াসমীন সুমনা (forida yeasmin sumona)


ফরিদা ইয়াসমীন সুমনা (forida yeasmin sumona)

ফরিদা ইয়াসমীন সুমনা নারায়ণগঞ্জ জেলার তৎকালীন ঈশা খাঁর রাজধানী সোনার গাঁয়ের মোগড়া পাড়া চিলার বাগ গ্রামের প্রধান বাড়িতে ১৯৭০ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন । মাতা রাজিয়া বেগম, পিতা আলহাজ্ব আবু আক্কাস । ছয় ভাই দুই বোনের মধ্যে সবার ছোট তিনি । বিবাহিত জীবনে দুই সন্তানের জননী । ছেলে তাওয়াব মোহাম্মদ ইয়াছিন প্রিতম, মেয়ে আশরাফিন আহাম্মেদ প্রেমা ।

সুমনা’র সাংবাদিকতার প্রেরণা দৈনিক নগর সংবাদ পত্রিকার সম্পাদক সাংবাদিক আবদুল রিয়েল রাজা ।
একুশে গ্রন্থমেলা ২০১৮ তে প্রকাশিত “সত্যের পাতা”

তথ্যসূত্র: ২০১৮  সালে প্রকাশিত   ”সত্যের পাতা”   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ