প্রকৌ.আমিনুল ইসলাম (engineer aminul islam)

প্রথম পাতা » জীবনী » প্রকৌ.আমিনুল ইসলাম (engineer aminul islam)


প্রকৌ.আমিনুল ইসলাম (engineer aminul islam)

 প্রকৌ.আমিনুল ইসলাম  রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার অধীনস্থ সিলেট গ্যাস ফিল্ডস্ লিমিটেড-এ একজন প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন কর্মরত আছেন। তিনি ১৮ এপ্রিল ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। তিনি দুটি কন্যা সন্তানের জনক। লেখক ২০০৮ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ২০০২ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেন । এম.এ একাডেমি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করেন। মন্তলী প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন ।
লেখকের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, উনি বর্তমানে রাঙামাটি সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের একজন কার্যকরী কমান্ডার আর মা একজন গৃহিণী। লেখক চার ভাই-বোনের মধ্যে মেজো সন্তান। বড় ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত। ছোট ভাই একজন বিসিএস এডমিন ক্যাডার, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছোট বোন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ।
লেখকের স্থায়ী নিবাস রাঙামাটি জেলা শহরের কলেজ গেইট এলাকায়। তাঁর শৈশব-কৈশোর কেটেছে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা ও নানান মানুষের সাথে পার্বত্য জনপদে। লেখকের আদি নিবাস- গ্রাম: মালিপাড়া, উপজেলা: লাঙ্গলকোট, জেলা কুমিল্লা।
তিনি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর একজন সদস্য। তিনি মনে করেন, ‘মানুষের পৃথিবী একটা, মানুষের দেশও একটা। মানুষ মাত্রই পৃথিবীর নাগরিক । মানুষের বাধাহীনভাবে সমগ্র পৃথিবীতে বিচরণ করা উচিত। অথচ আজ প্রতিটি মানুষের পায়ে শিকল পরা আছে। মানুষকে তার এই শিকল মুক্ত করে সত্যিকারের স্বাধীনতার স্বাদ উপভোগ করতে দিতে হবে। তবেই হবে মানুষ সৃষ্টির সেরা । লেখকের প্রকাশিত বইসমূহ— কাব্যগ্রন্থ: ‘কাব্যের ছায়াপথ’, গল্পগ্রন্থ: ‘জীবনের গল্প’।

তথ্যসূত্র: ২০১৯  সালে প্রকাশিত  ‘এক শিশি আতর’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ